ট্যাক্সবিহীন চা বিক্রি অথবা পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা চায়ের অবৈধ বাণিজ্য বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত চালু করছে চা বোর্ড।
এ বিষয়ে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান, মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ট্যাক্সবিহীন চা বিক্রি অথবা পাশ্ববর্তী দেশগুলো থেকে আসা চায়ের অবৈধ বাণিজ্য বন্ধ করতে মোবাইল কোর্ট চালু করছে চা বোর্ড। ইতিমধ্যে আইনটি চার্জশিটভুক্ত হয়েছে। খুব শিগগির এটি বাস্তবায়ন হবে।
চা বোর্ডের কর্মকর্তারা বলেন, অনেক পাইকারি, খুচরা ব্যবসায়ী, ব্লেন্ডার ও ওয়্যার হাউজ লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি বিভিন্ন দোকানে নকল ব্র্যান্ডের চা পাতা বিক্রি করছে; যা অত্যন্ত নিম্নমানের। তাই ভেজাল ও নকল ব্র্যান্ডের চা পাতা বিক্রি বন্ধে চা বোর্ডের উদ্যোগ নিয়ে ‘চা আইন-২০১৬’ আইনটি চার্জশিটভুক্ত করেছে।