দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে তিনটি চাল বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ১০ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুপুর থেকে চাল বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করেছে।
তিনি বলেন, আশা করছি ভারত থেকে চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম অনেকটা স্বাভাবিক হবে।