তরুণদের স্বাবলম্বী ও উদ্যোক্তা সৃষ্টিতে গণসচেতনতা বাড়াতে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো ’নবীন উদ্যোক্তা সম্মেলন-২০২২।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী, ষোলশহর এলজিআরডি মিলনায়তনে, এ আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার উদ্যোক্তা তৈরি করার জন্য যথেষ্ট উদ্যোগ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করছে। দেশে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে তত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশ বেকার মুক্ত হবে। সম্মেলনে ৭০০ তরুণ উদ্যোক্তা অংশ নেন। পরে, উদ্যোক্তাদের সম্মাননা ও নেতৃত্বদানকারী সফল উদ্যোক্তা যারা বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে তাদের লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান হয়।