চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন অফডকের অভ্যন্তরে পড়ে থাকা ব্যবহার অযোগ্য এবং পচা ৩৭৯ কনটেইনারের পণ্য ধ্বংস করেছে, চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
এর মধ্যে চট্টগ্রাম বন্দরে ছিল ১৫৩টি এবং বিভিন্ন অফডকে ছিল ২২৬ টি কনটেইনার। গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পণ্য ধ্বংস কার্যক্রমে, মোট ৩৮২ কনটেইনার পণ্য থাকার কথা থাকলেও দুটি কনটেইনারের পণ্য ১১ তারিখের আগেই ধ্বংস করা হয়েছিল। আর একটি কনটেইনার হস্তান্তর অযোগ্য হওয়ায় সেটি হালিশহরে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে আনা সম্ভব হয়নি। তাই আজ, ওই কনটেইনারটি বাদে ৩৭৯ কনটেইনারের পণ্য ধ্বংস করার কাজ শেষ করে কাস্টমস কর্তৃপক্ষ।
এদিকে বন্দরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে প্রায় ৭ হাজার ৫শ’ কনটেইনার পণ্য নিলাম যোগ্য রয়েছে। যার মধ্যে প্রায় ২৭০ কনটেইনার বিপজ্জনক পণ্যও রয়েছে।