বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ও মজুদ পূর্বাভাস বাড়িয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। সম্প্রতি, প্রকাশিত গ্রেইন মার্কেট শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস বাড়ানো হয়।
আইজিসির তথ্যানুযায়ী, ২০২২-২৩ মৌসুমে সব মিলিয়ে ২২৫ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হবে। আগস্টে ২২৪ কোটি ৮০ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে, পূর্বাভাস বাড়ানো হলেও ২০২১-২২ মৌসুমের চেয়ে নিম্নমুখী থাকবে। ওই মৌসুমে ২২৯ কোটি ১০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছিল।
এদিকে, সরবরাহ ব্যাপকভাবে কমায় ২০২২-২৩ মৌসুমে, খাদ্যশস্যের বৈশ্বিক মজুদ এক বছরের ব্যবধানে ৩ শতাংশ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মৌসুম শেষে মজুদের পরিমাণ দাঁড়াবে ৫৮ কোটি ৭০ লাখ টন।