দিনাজপুরের হিলি স্থলবন্দরে দু’দিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দাম ১৭ টাকায় নেমেছে।
দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২২-২৩ টাকা দরে বিক্রি হয়েছিল।
এখন তা কমে ১৭-১৮ টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বমুখী চাহিদার কারণে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ছে। বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০ ট্রাক পেঁয়াজ ঢুকছে। এলসি সংকট কিছুটা শিথিল হওয়ায় আমদানি প্রবাহ স্বাভাবিক হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন ৮-১০ ট্রাক পেঁয়াজ এলেও বর্তমানে তা বেড়ে ১৮-২০ ট্রাকে পৌঁছেছে।