চট্টগ্রাম কাস্টমসের পণ্য ধ্বংস কার্যক্রমে চারদিনে ৮৯ কন্টেইনার পণ্য ধ্বংস করা হয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া এই ধ্বংস কার্যক্রমে মোট ২৬ লটে ২২০ কন্টেইনার পণ্য ধ্বংস করা হয়েছে। এসব কন্টেইনারে ফলমূল, আদা, মহিষের মাংস, মাছ ও মাছের খাবার, ক্যানোলা বীজ ইত্যাদি রয়েছে। ২২০টি কন্টেইনারের মধ্যে চট্টগ্রাম বন্দরে রেফার্ড ও ড্রাইসহ কন্টেইনার রয়েছে ২২টি।
বাকি ১৯৮টি রয়েছে বিভিন্ন অফডকে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে এসব পণ্য পড়ে থাকার পর বার বার নিলামে তুলে বিক্রি না হওয়ায় এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে।
এখন এসব পণ্য মাটি চাপা দিয়ে খালি করা হচ্ছে বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ।