বিশ্বব্যাপী স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ফলে বৈশ্বিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে ধাতুটির দাম বাড়া বা কমা। ডলার বাজারে অস্থিরতা, জ্বালানি তেলের দাম, মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ঋণের সুদহার স্বর্ণের বাজারে বড় প্রভাব রাখে। ডলারের দর বাড়লে স্বর্ণের দর কমে। ডলার দুর্বল হলে স্বর্ণের তেজ বাড়ে।
এবার দুবাইয়ে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৩৮৪ দশমিক ৭৫ দিরহাম, যা গত জুনে আগের সর্বোচ্চ ৩৮৩ দশমিক ৭৫ দিরহামকে ছাড়িয়ে গেছে। ২৪ ক্যারেটের দাম পৌঁছেছে প্রতি গ্রামে ৪১৫ দশমিক ৫ দিরহামে। খবর গালফ নিউজ
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দুবাইয়ে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৩৮২ দশমিক ৭৫ দিরহাম। তবে অল্প সময়ের মধ্যেই সেটি বেড়ে নতুন রেকর্ড গড়ে। নতুন মৌসুমের শুরুতেই এ মূল্যবৃদ্ধি ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে।
এ সময়টি ব্যবসার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ ভারতীয় উৎসব ওনাম উপলক্ষে সাধারণত নতুন করে স্বর্ণ কেনার প্রবণতা থাকে। তবে এবার দামের ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা দ্বিধায় পড়েছেন।
আন্তর্জাতিক বাজারে গত এক ঘণ্টায় স্বর্ণের দাম বেড়েছে ২৫ ডলারের বেশি, বর্তমানে তা দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৪৭৭ ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়ায় বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাপক হারে স্বর্ণ কিনছে।
স্বর্ণের ক্রেতাদের জন্য এ পরিস্থিতি অনেকটা ‘কিছুই করার নেই’ ধরনের অবস্থায় দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে টানা ২ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (৩০ আগস্ট) ভরিতে এক লাফে ১ হাজার ৬৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে টানা ২ দফায় মোট ২ হাজার ৭১৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম।
শনিবার রাতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন এই দর কার্যকর হয়।
এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।
নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।