চালের বাজার স্থিতিশীল রাখতে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত থেকে এই চাল আমদানি করা হবে। প্রতি কেজি চালে খরচ হবে ৩৫ দশমিক ২৭ টাকা।
বুধবার (২ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের তথ্য অনুযায়ী, দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের পরও গত এক বছরে খাদ্য মজুদ অর্ধেক কমে গেছে। বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া এবং চলমান মহামারি ও মহামারির মধ্যে কয়েক দফা বন্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বছর ১ জুলাই সরকারের হাতে খাদ্য মজুদ ছিল ১৬ দশমিক ৭৪ লাখ টন। এক বছরে তা কমে ১১ দশমিক ৮৮ লাখ টনে দাঁড়িয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি