করোনাভাইরাস মহামারীতে রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন দুস্থ শ্রমিকরা নগদ সহায়তা পাচ্ছেন।
সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায়, প্রথম পর্যায়ে গত সেপ্টেম্বরের জন্য এক হাজার ৭৯৪ জন দুস্থ শ্রমিক ৩ হাজার টাকা করে পাবেন। গতকাল, এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে উপকারভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার টাকা চলে যাবে। মহামারীর কারণে গত মার্চের পর তৈরি পোশাক, চামড়া ও পাদুকাশিল্পের অনেক রপ্তানিমুখী কারখানা, লে-অফ এবং উৎপাদন সাময়িকভাবে স্থগিত বা সীমিতকরণে বাধ্য হয়েছে। ফলে, ক্ষতিগ্রস্ত হয়েছেন উদ্যোক্তা এবং শ্রমিকরা।