চলতি মাসের মধ্যেই দেশে শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার ইসলামি বন্ড ‘সুকুক’ বাজারেছাড়তে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে, বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে এ-সংক্রান্ত চুক্তিও হয়েছে।
চুক্তি অনুযায়ী, ৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ‘সুকুক’ বন্ড ইস্যু করবে।
আরবি শব্দ ‘‘সুকুক’’ -এর অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেয়ার আইনি দলিল। ‘‘সুকুক’’ হচ্ছে এমন একটি বিনিয়োগ সনদ, যাতে সম্পদের ওপর মালিকানা দেয়ার নিশ্চয়তা থাকবে। এখন থেকে ‘‘সুকুক’’ হবে সরকারের অর্থ সংগ্রহের নতুন একটি উৎস, যে অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে।