স্বর্ণালংকার কেনার পর তা ফেরত দিলে ক্রেতারা ৮৫ শতাংশ অর্থ ফেরত পাবেন। আগামী পহেলা জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজুসের সদস্য প্রতিষ্ঠান থেকে কোনো ক্রেতা স্বর্ণালংকার কেনার পর তা ফেরত দিলে তিনি যে দামে ওই অলংকার কিনেছেন তার ৮০ শতাংশ অর্থ ফেরত পান। আর কেনা অলংকার পরিবর্তন করতে চাইলে ৯০ শতাংশ অর্থ পান।
দীর্ঘদিন ধরেই এ নিয়ম চলে আসছে। তবে সম্প্রতি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে স্বর্ণ ফেরতের নীতিতে এ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। যা পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।