করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় গত জানুয়ারি মাসে বন্দর দিয়ে ২ লাখ ৪৩ হাজার কনটেইনার পরিবহন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত জানুয়ারি মাসে বন্দর দিয়ে আমদানি হয়েছে পণ্যবাহী ১ লাখ ২৩ হাজার কনটেইনার এবং রপ্তানি হয়েছে পণ্যবাহী ও খালি ১ লাখ ২০ হাজার কনটেইনার।
সংশ্লিষ্টরা জানান, করোনার ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। এর প্রভাবে চট্টগ্রাম বন্দর দিয়েও কনটেইনার পরিবহন বাড়তে শুরু করেছে। আর কনটেইনার পরিবহন বাড়তে থাকায় বন্দরে এখন জাহাজ আগমনের সংখ্যাও বাড়ছে।