মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আবারো বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকেই এ কার্যক্রম শুরু হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, একদিন বাণিজ্য বন্ধ থাকায় দুই পাশের বন্দরে কয়েকশ ট্রাক আটকা পড়ে। প্রতিদিন এ পথ দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আমদানি এবং ১৫০-২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে।