করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব সভা-সেমিনার ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।
সার্কুলারে বলা হয়, ‘প্রয়োজনীয় সকল সভা-সেমিনার ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করতে হবে এবং বিশেষ প্রয়োজনে সশরীরে আয়োজনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নীতিমালা অনুসরণ করতে হবে।
এছাড়া দাপ্তরিক বা ব্যক্তিগত কোনো কাজে দেশের বাইরে ভ্রমণ নিরুৎসাহিত করতে হবে; তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশ যেতে পারবে।