আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি উপকরণ সঠিক সময়ে পাওয়ায় এ বছর সিরাজগঞ্জের তাড়াশে আগাম জাতের ক্ষিরা চাষে বাম্পার ফলন হয়েছে। বর্তমানে হাট-বাজারে ক্ষিরার দাম ভাল থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি।
চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ, সার ও কীটনাশক স্বল্পমূল্যে পাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষিরার বাম্পার ফলন হয়েছে। গত বছরগুলোতে দাম ভালো পাওয়ায় এবছরও এই অঞ্চলের অধিকাংশ কৃষক ক্ষিরা চাষাবাদে ঝুঁকেছেন। অনেকে আবার নিজের জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে ক্ষিরার আবাদ করেছেন।
এদিকে, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার দিঘুরিয়াসহ বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে ক্ষিরার মৌসুমি হাট। এসব আড়ত ও হাটে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ক্ষিরা কেনেন। হাটে, প্রতি কেজি ক্ষিরা ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
ব্যাপক সফলতা পাওয়ায় আগামীতে এ অঞ্চলের কৃষকরা আরও বেশি জমিতে ক্ষিরা চাষে উদ্যোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ কৃষি কর্মকর্তা।
চলতি বছরে, তাড়াশ উপজেলায় প্রায় ১২০ হেক্টর জমিতে ক্ষিরা চাষ হয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও ভাল দামের আশাবাদ করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।