সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মুরগির। তবে আগের থেকে দাম কমেছে শীতকালীন বিভিন্ন সবজির।
বাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। আর ব্রয়লার মুরগি থেকেও দ্রুতগতিতে বেড়েছে পাকিস্তানি সোনালী মুরগির দাম। গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সোনালী মুরগির দাম বেড়ে ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, মুরগির দামে অস্বস্তি দেখা দিলেও স্বস্তি বিরাজ করছে শীতকালীন সবজির দামে। তবে বাজারে নতুন আসা ঢেঁড়স, পটল ও করলার দাম বেশ চড়া। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, আলু ও ডিমসহ অন্যান্য পণ্যের দাম।