নারী উদ্যোক্তাদের জন্য সপ্তাহব্যাপী ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।
দেশের শিক্ষিত নারীদের মধ্যে যারা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করা হয়েছে। কোর্সটি আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে। আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিসিকের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এ কোর্স সম্পন্ন করা যাবে। সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেতে সহায়তা করা হবে। সেই সঙ্গে শিল্প নিবন্ধন দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।