রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জিটুজি পদ্ধতিতে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এ চাল আমদানি করা হবে।
আমদানিকৃত চালের দাম সম্পর্কে অর্থমন্ত্রী জানান, চাল নিয়ে কোনো রিস্ক না নেয়ার জন্যই আমদানির এ অনুমোদন দেয়া হয়েছে।