আগামী ১৭ মার্চ থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
টিসিবির তথ্য অনুযায়ী, রমজানের প্রস্তুতির জন্য আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ৪শ’ ট্রাকের মাধ্যমে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা।
এছাড়া, দ্বিতীয় ধাপে পহেলা এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পর্যন্ত আরও ১শ’ ট্রাকে সারাদেশে পণ্য বিক্রি করবে সংস্থাটি। ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।