চলতি অর্থবছরের আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি’র এক-তৃতীয়াংশ ব্যয় করেছে, বিভিন্ন মন্ত্রণালয়। যা, এডিপি বাস্তবায়ন ব্যয়ে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।
সরকারের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। উল্লিখিত সময়ে এডিপিতে খরচ হয়েছে ৭২ হাজার ৬০৩ কোটি ৩৫ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে এডিপিতে খরচ হয়েছিল ৮০ হাজার ১৪৩ কোটি ৬ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৭ দশমিক ২৬ শতাংশ। আর, ২০১৮-১৯ অর্থবছরে এ সময়ে এডিপিতে খরচ হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৯ দশমিক ১৩ শতাংশ।