বেসরকারিভাবে আমদানির জন্য এলসি খোলা সব চাল বাজারজাতের সময় আরও ১০ দিন বাড়িয়েছে সরকার।
ইতিমধ্যে, খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব আমদানিকারকরা গত ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এর আগে, এলসির সব চাল বাজারে আনার বেঁধে দেয়া সময় ছিল ১৫ মার্চ পর্যন্ত। এবার, দাম নিয়ন্ত্রণে, শুল্ক কমিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির উদ্যোগ নেয় সরকার।