দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ হবে, দেশে লকডাউন দেয়াসহ বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। ব্রোকার হাউজ কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারীদের এসব গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ১০ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে করোনা ইস্যুতে পুঁজিবাজারে কিছু গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোর কোনোটি ঠিক নয়।