আমদানি বাণিজ্যিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইতিমধ্যে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে আমদানি-রপ্তানি বাণিজ্যকারী ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে আরো বলা হয়, নীতি সহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস জনিত রোগ প্রতিরোধের নিমিত্তে জীবন রক্ষাকারী ওষুধসহ চিকিৎসা সামগ্রী বিদেশি রি-পেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ, অগ্রিম ৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করা যাবে।
এছাড়া, উৎপাদন উপকরণাদি আমদানি বাবদ মূল্য বিদ্যমান ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের আমদানি ব্যয় নির্বাহে স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।