চলতি বছর চতুর্থ দফায় আবারও ভারত থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। গতকাল, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
১৭৪ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২০০ টাকা খরচে ভারতের এক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার। এদিকে, বেসরকারিভাবে আমদানিকৃত চাল বাজারজাত করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে।
ইতিমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল আমদানিকারকরা ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি, তাদের সব চাল আগামী ২০ এপ্রিলের মধ্যে বাজারজাত করতে হবে।