ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
নতুন দাম অনুযায়ী, সরকারি খাতে প্রতি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৫৯১ টাকা এবং বেসরকারি খাতে প্রতি ১২ কেজি মূসকসহ গ্যাসের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ, জুম মিটিংয়ে নতুন এ দাম ঘোষণা করেন, সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জলিল। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এসময়, কেউ বেশি দামে এ গ্যাস বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
এর আগে, গত ১৪ জানুয়ারি, এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি।