বাংলাদেশের একমাত্র কৃষি নির্ভর জেলা সুনামগঞ্জ। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এ জনপদের ছোট -বড় সব মিলিয়ে ১২৮টি বৃহৎ ফসলী হাওর রয়েছে। হাওর তীরবর্তী রয়েছে কয়েক শতাধিক গ্রাম। এসব গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস বোরো ধান।
চলতি বোরো মৌসুমে জেলার ছোট-বড় ৫২টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে স্থানীয়, হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম জাতের ধান কাটা শুরু হয় হাওরে। গত ১৮ এপ্রিল পর্যন্ত ৫০ হাজার হেক্টর জমির পাকা ধান কাটা হয়েছে। এদিকে, আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।
অন্যদিকে, ধান কাটার কাজে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান।
কৃষকদের অতি কষ্টের বোরো ফসল রক্ষায় সরকার প্রতিবছর আগাম পদক্ষেপ নিলে বোরোর বাম্পার উৎপাদন সম্ভব, এমনটাই জানালেন সুনামগঞ্জের কৃষকরা।