সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৪৪ টাকা করতে সরকারকে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো।
এর আগে, সয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ দাম বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছিল।
তখন লিটারে সয়াবিন তেলের দাম বাড়িয়ে সর্বোচ্চ ১৩৯ টাকা করা হয়, যা এর আগে ১৩৫ টাকা ছিল। ভোজ্যতেল উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ১৯ এপ্রিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে নতুন দরের বিষয়টি জানায়।
আইন অনুযায়ী, দাম বাড়ানোর আগে তা ট্যারিফ কমিশনকে জানাতে হয়।