শুক্রবার সরকারি ছুটি ও শনিবার মে দিবস উপলক্ষে দুই দিন আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার (২ মে) সকাল থেকে বন্দরের আমদানি রপ্তানি পূণরায় শুরু হয়েছে।সকাল থেকে সিমেন্ট, তেল,শুটকি, পাথরসহ বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
এদিকে ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির ফলে বাংলাদেশ-ভারত দু-দেশের সীমান্ত বন্ধ রয়েছে। বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের বিশেষ অনুমতি নিয়ে নিজ দেশে যাওয়া অব্যাহত রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ভূইয়া জানান, দুই দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পূণরায় শুরু হয়েছে।