লাগামহীন দাম নিয়ন্ত্রণ ও পণ্যের সরবরাহ নিশ্চিতে ন্যায্যমূল্যে ভোজ্যতেল বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংস্থাটির এক মুখপাত্র।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার অজুহাতে দেশেও ভোজ্যতেলের দর বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে, খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৪০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে, সারাদেশে প্রতি ট্রাকে ২০০ লিটার করে বাড়িয়ে এখন ১ হাজার ৪০০ লিটার করে তেল সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করবে টিসিবি।
গত পহেলা এপ্রিল থেকে ৫শ’ ট্রাকে করে সারাদেশে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি।