বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে উৎপাদিত ধান নিয়ে কৃষকরা আসছে পূর্বাঞ্চলের বৃহত্তম ধানের মোকাম আশুগঞ্জের বিওসি ঘাটে। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরসহ হাওরাঞ্চলের উৎপাদিত ধান নদীপথে এখানে নিয়ে আসেন কৃষক ও পাইকাররা।
লাভের আশায় দূর-দূরান্ত থেকে ধান নিয়ে আসলেও সেই ধানের কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তারা জানান, মোকামে প্রতি মণ বিআর- ২৮, বিআর -২৯ সহ প্রকারভেদে ধান ৭শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ২ সপ্তাহ আগেও এসব ধান মণপ্রতি ৩০-৪০ টাকা বেশি দরে বিক্রি হত। তবে, মিল মালিক ও আড়ৎদাররা বলছেন, মোকামে নিয়ে আসা বেশির ভাগ ধানই ভেজা।
এদিকে, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানান, কারসাজি নয় বরং এই ভেজা ধান থেকে চাল উৎপাদনের অনুপাত কম হয় বলে ধানের দাম কিছুটা কম।
তবে খাদ্য বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে জেলায় সরকারিভাবে ধান ক্রয় শুরু হওয়ায় শিগগিরই ধানের বাজারদর বাড়বে। এতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।