ঈদ-উল-ফিতর উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (১৭ মে) থেকে দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে। ছুটি শেষে আজ সকাল থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, সীমান্ত বন্ধ থাকায় হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে গত ৩ সপ্তাহে ভারত থেকে ৬শ’ জন যাত্রী দেশে ফিরেছেন।