ভারতীয় পেঁয়াজের আমদানি অনুমতি বন্ধ থাকার জেরে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ।
ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে। সরকার যদি নতুন করে আইপি অনুমোদন না দেয়, তবে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যে নগরীর চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে, গত দুই সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৮ টাকা পর্যন্ত বেড়ে গিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকায়। এছাড়া, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকায়। দেশের কৃষক বাঁচাতে সরকার পেঁয়াজের নতুন আইপি ইস্যু বন্ধ রাখে।
এদিকে, পুরনো আইপির পেঁয়াজ চলে আসায় গত মাস থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।