স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা।একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ দশমিক ৯২ টাকা।
এর আগে, চলতি বছরের ১০ মে, বাংলাদেশ জুয়েলারি সমিতি প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম পুনঃনির্ধানের খবর গণমাধ্যমকে জানিয়েছিল।
এদিকে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা কারণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এ মূল্যবান ধাতুটির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।