চট্টগ্রাম বন্দরে ক্রমান্বয়ে বেড়েছে আমদানি। তবে, কমেছে রপ্তানি।
বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাকালীন সময়ে বন্দরের কার্যক্রম সচল থাকায় আমদানি করা পণ্যের হ্যান্ডেলিংয়ে কোন প্রভাব পড়েনি। অন্যদিকে, দফায় দফায় বিদেশি বায়ারদের পণ্যের ক্রয়াদেশ বাতিল হওয়ায়, শিল্প প্রতিষ্ঠানগুলোতে সার্বিক উৎপাদনে ভাটা পড়ে। ফলে রপ্তানির গতিও কমে যায়।
চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ২০১৯-২০ অর্থবছরে, বন্দর দিয়ে ৮ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ২৫৮ টন আমদানি পণ্য কার্গো হ্যান্ডেলিং হয়েছে। আর, ২০২০-২১ অর্থ বছরের প্রথম দশ মাসেই ৯ কোটি ৬৭ লাখ টন পণ্য হ্যান্ডেলিং করা হয়েছে বন্দরে।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দরে সার্বিকভাবে রপ্তানির গতিতে দেখা গেছে উল্টো চিত্র। গত এক বছরের ব্যবধানে বন্দর দিয়ে রপ্তানি কমেছে ২ লাখ ১ হাজার ২৬১ টন।