বোরো ধান ওঠার প্রভাবে গত এক মাস নিম্নমুখী ছিল চালের বাজার। তবে, গতকাল থেকে চট্টগ্রাম নগরীর পাইকারি বাজারগুলোতে চালের দাম বস্তায় ৫০ থেকে ১শ’ টাকা পর্যন্ত বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সরকার মিল মালিকদের কাছ থেকে মোটা চাল কেনার কারণে অন্য চালের ক্রাশিং কমে গেছে। ফলে, বর্তমানে বাজারে অন্যান্য দেশি চালের সরবরাহ সংকট দেখা দিয়েছে। চট্টগ্রাম নগরীর দুই বৃহৎ পাইকারি চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে প্রায় সব ধরণের চালের দাম বস্তায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে ভোক্তারা বলছেন, একেক সময় একেক অজুহাতে দাম বৃদ্ধি করে থাকেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উল্লাহ বলেন, গত এক সপ্তাহ ধরে দেশি চালের সরবরাহ কমার কারণেই চালের দাম উর্ধ্বমূখী।