হঠাৎ করে বেড়ে যাওয়ার পর সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে আগের মতোই চড়াদামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।
ভারত ও মিয়ানমার থেকে আমদানি শুরু হওয়ায় কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
এদিকে, দুই সপ্তাহ ধরে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। এছাড়া হঠাৎ করে বেড়েছে ভারতীয় মসুর ডালের দাম। ভোজ্যতেলও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশসহ সব ধরনের মাছের দাম আকাশ ছোঁয়া।
এছাড়া, সবজির বাজারও বেশ চড়া। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে। অন্যদিকে, বাজারে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম।