বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুন) শেরপুরের নালিতাবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বিনা সম্মেলন কক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়৷
কর্মশালায়, শেরপুরের সীমান্তবর্তী জমিকে তিন ফসলী জমিতে রুপান্তরে করণীয় ও নিবিড়তা প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া, নিয়মিত সাথী ফসল চাষের প্রতিও কৃষকদের গুরুত্ব আরোপ করা হয়।
এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মাজেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমানসহ অনেকে।