লকডাউনে পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে মুরগি ও পেঁয়াজের। আর দাম কমেছে সবজির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
বাজারে প্রতিকেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৩০ টাকায় বিক্রি হলেও ২০ টাকা দাম তা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫০ টাকা দরে।
এদিকে, পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এছাড়া বাজারে বেশিরভাগ সবজির কেজিতে দাম কমেছে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত।
অন্যদিকে, বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম।