আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যা ২০১৮ সালের পরে সর্বোচ্চ।
বিশ্ববাজারে প্রতি ব্যারেল ক্রুড ওয়েল বিক্রি হচ্ছে ৭৫ ডলার ১৬ সেন্টে। অবশ্য ২০২০ সালের ডিসেম্বর থেকেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
প্যারিসভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের নতুন পূর্বাভাসে বলেছে, আগামী বছরে জ্বালানি তেলের দৈনিক চাহিদা বেড়ে ১০ কোটি ৬ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে। এতে করে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বেড়ে আবারো করোনা শুরু হওয়ার আগের অবস্থায় ফেরার সম্ভাবনাও রয়েছে।