চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার কৃষক হেলাল উদ্দিন। ১ বিঘা জমিতে তিনি ‘ম্যাগলিয়া রোসা’ জাতের চেরি টমেটোর চাষ করেছেন।
বীজ রোপনের কয়েক মাস পরেই গাছে থোকায় থোকায় ঝুলতে দেখা যায় চেরি টমেটো। এটি শীতপ্রধান দেশের ফসল হলেও এদেশের আবহাওয়াতেও ভালো ফলন হয়েছে। অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের ফলে এই টমেটোর চাহিদাও অনেক বেশি।
চেরি টমেটোর চাষাবাদের বিষয়ে জানতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বেকার যুবক ও কৃষকরাও এই টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানালেন স্থানীয়রা।
আর, এদেশের আবহাওয়ায় ফলন বেশি ও বাজারে দাম ভালো থাকায় এই জাতের টমেটো চাষে কৃষকরা বেশি লাভবান হতে পারবে বলে মনে করছেন কৃষি বিভাগ। নতুন জাতের এই টমেটোর বীজ সংগ্রহ করে তা থেকে চারা উৎপাদন করা সম্ভব। তাই আগামীতে এর চাষাবাদ বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।