দেশে চলমান কঠোর লকডাউনের মধ্যে চলতি মৌসুমের নবম চা নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে ১৭ লাখ ৫৮ হাজার কেজি চা বিক্রি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার (০৫ জুলাই) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের প্রগ্রেসিভ টাওয়ারে চলতি মৌসুমের নবম চা নিলাম সম্পন্ন হয়।
নিলামে চায়ের গড় মূল্য ছিল ২০৪ টাকা। এরমধ্যে মধুপুর বাগানের কেজি প্রতি চায়ের সর্বোচ্চ দাম উঠে ৩১৬ টাকা। টি টেড্রার্স এন্ড প্ল্যান্টারস এসোসিশেন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে প্রায় ৩০ জনের মত বায়ার অংশগ্রহণ করেন।
তবে, চলমান কঠোর লকডাউনের কারণে দেশের অন্য জেলা থেকে বায়াররা নিলামে অংশগ্রহণ করতে পারেন নি। এছাড়া নিলামে চা পাতার ক্রেতা ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।