করোনা মহামারির প্রভাবে সদ্য সমাপ্ত সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে ৪৫ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।
আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে এ পরিমাণ অর্থের ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
রাজস্ব বোর্ডের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছিলো তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ে বড় অঙ্কের ঘাটতির মুখে তা সংশোধন করে ২৯ হাজার কোটি টাকা কমিয়ে তিন লাখ এক হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। কিন্তু, লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে, দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।
এদিকে, নতুন ২০২১-২২ অর্থবছরে এনবিআরের রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তিন লাখ ৩০ হাজার কোটি টাকা।