রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন যেকোনো ধরনের ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (০৯ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ করেন বাইডেন। উভয় নেতার মধ্যে ফোনালাপের সময় বাইডেন এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেনও বিষয়টি স্বীকার করেন।
তবে, গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর ওয়াশিংটন রাশিয়ানদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছে বলে করা বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
এর আগে গত জুন মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন বাইডেন। সেই বৈঠকের পরই শুক্রবার প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।