জাপানের দক্ষিণাঞ্চলে কিউশু দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
শনিবার (১০ জুলাই) দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিউশু দ্বীপের তিনটি বিভাগে এরইমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এবং এই তিন বিভাগের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, জাপানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ভারি বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বেড়ে বন্যা দেখা দিতে পারে বলেও অঞ্চলটির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সপ্তাহখানেক আগেও দেশটির আতামি শহরে ভারি বর্ষণের পর সৃষ্ট ভূমিধসে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটে।