বিশ্বের সর্বত্র, সকলের জন্য প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রোববার (১১ জুলাই) এ আহ্বান জানান তিনি।
এ বছরের প্রতিপাদ্য- অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্ক্ষিত জন্মহারে সমাধান মেলে।
জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বে মহামারি করোনাভাইরাস একের পর এক ভয়াবহ মাইলফলক ছুঁয়ে চলেছে। এ মহামারি কয়েক লাখ নারীকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। স্কুল থেকে ছিটকে পড়া মেয়েদের অনেকেই আর কখনও স্কুলে ফিরতে পারবে না।
অন্যদিকে, পারিবারিক সহিংসতাও বেড়েছে । সেই সাথে মহিলাদের প্রজনন অধিকার, পছন্দ-অপছন্দের বিপরীত চিত্র দেখা যাচ্ছে।
সর্বত্র, সকলের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।