গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ২১ হাজারের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৬৮৯ জনে দাড়িয়েছে। এর মধ্যে ৪০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৭৩১ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ২৬ ৭৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি।
এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার এবং মারা গেছেন ৪ লাখ ৮ হাজারের বেশি মানুষ।