যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি বেসবল স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়।
এদিকে, দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, তারা গোলাগুলির ঘটনায় কাজ করছেন। এ ঘটনায় পরবর্তী কোনও হুমকি নেই বলেও জানানো হয়।