ভারতের মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টিতে ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার এবং আজ রোববার, মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলিতে দুটি বাড়ি ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
গত শুক্রবার থেকেই ভারি বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে শহরটির বেশ কয়েকটি এলাকা। বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ। ফলে, শহরজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।