আফগানিস্তানে হেরাত প্রদেশের রাজধানীতে জাতিসংঘের কার্যালয়ে হামলা ঘটনা ঘটেছে এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন। শুক্রবার সরকারবিরোধীরা এই হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
হেরাত শহরে তালেবানদের প্রবেশ ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরুর কয়েক ঘণ্টা পর তাদের আঞ্চলিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় ব্যবহৃত হয়েছে রকেট চালিত গ্রেনেড ও বন্দুক। তবে ওই হামলায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি।
জাতিসংঘ কার্যালয়ে হামলা কারা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আফগান নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হেরাতের সব কূটনৈতিক এলাকাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এই হামলার পরপরই এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, তারা জরুরিভিত্তিতে হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতে শুরু করে এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেছে।